রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভর্নরের পদত্যাগ
মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ায় সম্প্রতি একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেমেরোভো অঞ্চলের দীর্ঘদিনের গভর্নর আমান তুয়েইয়েভ গতকাল রোববার পদত্যাগ করেছেন। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় অন্তত ৬৪ জন মারা গেছে, যার অধিকাংশই শিশু।
গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘কেমেরোভো অঞ্চলের গভর্নর আমান তুলেইয়েভ পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তুলেইয়েভ ১৯৯৭ সাল থেকে ওই অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন।
বেইজিংয়ে ই–বাইকের দোকানে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: বেইজিংয়ে একটি বৈদ্যুতিক বাইকের দোকানে গতকাল রোববার ভোরে এক অগ্নিকাণ্ডে চারজন মারা গেছে। পৌরসভা দমকল বিভাগ একথা জানিয়েছে। হাইদিয়ান জেলায় স্থানীয় সময় রাত ১টা ২৩ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত দুটোর কিছু আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত। এ ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে সিডনির উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল ইসলাম দিনার, সাদেকা কামাল নিপা ও মাইশা কুদ্দুস।
পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১২ জন সদস্য দুটি গাড়িতে ইস্টার হলিডের ছুটি কাটাতে যাচ্ছিলেন। পুলিশ আরও জানায়, গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে বেশ কয়েকবার উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
ভারতের ইন্দোরে বাসের ধাক্কায় ভবন ধসে নিহত ১০
মাথাভাঙ্গা মনিটর: ভারতের মধ্যপ্রদেশে ইন্দোর শহরে চারতলা একটি ভবন ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইন্দোরের সরবতি বাসস্ট্যান্ড এলাকায়।
পুলিস সূত্রে জানা গেছে, চারতলা ভবনটি বেশ পুরোনো। অনেকদিন ধরেই সেটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিলো পৌরসভা। কিন্তু তারপরও সেখানে একটি লজ ও দুটি রেস্তোরাঁ চলছিলো। গত শনিবার রাতে হঠাতই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনটির নিচে ধাক্কা দেয়। এরপরই ভেঙে পড়ে ভবনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী দল।
স্থানীয়রা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি পুরোনো ভগ্নদশার এই ভবনটির ওপরের তিনটি তলায় এমএস নামের একটি হোটেল চালু ছিলো। হতাহতদের বেশিরভাগই ওই হোটেলটির কর্মী ও অতিথি।