নানার বাড়ি জয়রামপুরে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে বিপত্তি
দামুড়হুদা/হাউলী প্রতিনিধি: দামুড়হুদায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে খাদিজা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোটো দুধপাতিলা গ্রামের আজাদুল ইসলাম আজাদের একমাত্র মেয়ে এবং দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। গতকাল রোববার দুপুরে জয়রামপুর নতুনপাড়ার আবুল হোসেনের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে দুদিন আগে মায়ের সাথে নানার বাড়ি জয়রামপুরে বেড়াতে এসেছিলো।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের আজাদুল ইসলাম আজাদের একমাত্র মেয়ে খাদিজা খাতুন গত শুক্রবার মায়ের সাথে নানার বাড়ি জয়রামপুর নতুনপাড়ায় বেড়াতে আসে। গতকাল রোববার দুপুর ১টার দিকে মা শ্যামলী খাতুন ও নানির সাথে প্রতিবেশী নতুনপাড়ার আবুল হোসেনের পুকুরে গোসল করতে আসে। গোসলের এক পর্যায়ে মায়ের সাথে বাড়িতে যায়। এর কিছুক্ষণ পর সমবয়সী শিশুদের সাথে সে পুনরায় পুকুরে গোসল করতে আসে। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এ সময় তার সাথে গোসল করতে আসা অন্য শিশুরা চিৎকার চেচামেচি করলে স্থানীয় লোকজন ছুটে আসে পুকুর পাড়ে। তারা পানিতে নেমে তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে দ্রুত চিৎলা হাসপাতালে নেয়ার সময় কাঠালতলা পার হওয়ার পরপরই পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে শিশু শিক্ষার্থী খাদিজার মৃত্যুর সংবাদে পরিবারে নেমে আসে শোকের মাতম। একমাত্র মেয়েকে হারিয়ে মা শ্যামলীসহ স্বজনদের কাঁন্না আর আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। সন্ধ্যা ৭টার দিকে জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এক ভাই ও এক বোনের মধ্যে নিহত শিশু শিক্ষার্থী খাদিজা ছিলো ছোট।