মুজিবনগর প্রতিনিধি: ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত শনিবার সকাল সাড়ে ১০টার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়াজনে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহ-সভাপতি আব্দুল হাই’র নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মুজিবনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলার দুর্নীতি দমন কমিশনের সদস্য সচিব বাকের আলী ও সদস্য ওমর ফারুক প্রিন্স, হাসমোতুল্লাহ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালিতে অংশ নেন।