ডিবি পুলিশের অভিযানে দামুড়হুদা নাস্তিপুরের জসিম ও ঝাঁজাডাঙ্গার সাগর গ্রেফতার

চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে ফেনসিডিল বিক্রি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়া থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দামুড়াহুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কওছার আলীর ছেলে জসিম (২৮) ও ঝাঁজাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে ইব্রাহিম ওরফে সাগর (২৫)। তারা দুজন চুয়াডাঙ্গার পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার জনৈক স্বপনের বাড়ি ভাড়া নিয়ে ফেনসিডিল ব্যবসা করে আসছিলো। এমন গোপন সংবাদ ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমানের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান, শাখাওয়াত হোসেন, শফিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। একই সাথে উদ্ধার করা হয় ১শ’ ১০ বোতল ফেনসিডিল। জসিম ও সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তাদের সাথে চুয়াডাঙ্গা ভালাইপুর গ্রামের বিথি খাতুন নামে এক মহিলাও আছে। বিথিই মূলত দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে দামুড়হুদা ঝাঁজাডাঙ্গা গ্রামের খোকনের সাথে যোগসাজস করে শহরের বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করে থাকে।