স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের পাশে একটি বহুতল ভবনের নিচে তানভীর রহমান (৩০) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে ইস্টার্ন উইন নামে ১০ তলা ওই ভবনের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
তানভীর ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন এমবিএর শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকার শেওড়াপাড়ায় থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, তানভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।