ইরানকেও গোল বন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার পর এবার ইরানকেও গোল বন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা। হংকংয়ে অনুষ্ঠিত চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে ৮-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

ম্যাচের প্রথম মিনিটেই তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ১৩ মিনিটে আবারও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তাহুরা। এবার ২৯ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচের ৩২ মিনিটে অ্যানি মগিনি ও প্রথমার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর তাহুরা খাতুনের মতো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শামসুন্নাহার। তিনি ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় ও ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মগিনি। ম্যাচের শেষ সময়ে একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ইরান। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আজ রোববার বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। চার দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।