মাথাভাঙ্গা মনিটর: হংকংয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের এ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমার্ধেই ছয় গোল করে মালয়েশিয়াকে কোণঠাসা করে ফেলে সাজেদা-শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে আরও চারবার গোল করে মেয়েরা।
বাংলাদেশের জয়ে শামসুন্নাহার (সিনিয়র), তহুরা খাতুন ও আনাই মোগিনি দুটি করে গোল করেন। সাজেদা, শামসুন্নাহার (জুনিয়র), আনুচিং মোগিনি ও নিলা বাকি চার গোলদাতা। জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট নামের এই প্রতিযোগিতায় খেলছে হংকং, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইরান। আগামী শনিবার ইরানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।