আলমডাঙ্গার জামজামি বাজারে দোকানের শার্টার ভেঙে চুরি
জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে দিবালোকে চুরি করে পালাবার সময় রাশিদুল (২০) ও আলমগীর (১৮) নামের দু যুবক ধরা পড়েছে। এ দুজনকে হাতে নাতে ধরে স্থানীয় জনগণ পিটুনির পর পুলিশে দিয়েছে। পিটুনির সময় দু যুবক চুরির কথা স্বীকার করে।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারের রিপন ছ-মিল সংলগ্ন রবিউল ইসলামের মুদি দোকানে গতকাল ভোর ৬টার দিকে চোরচক্রের দুসদস্য হানা দেয়। দোকানী জানান, তালাবন্ধ দোকানের শার্টারের লক ভেঙে দুচোর জামজামি গ্রামের মজিবর রহমানের ছেলে রাশিদুল ও রবিউল ইসলামের ছেলে আলমগীর চুরি করতে ঢোকে। তড়িঘড়ি করে ড্রয়ার খুলে নগদ ৩শ’ টাকা ও ডারবি সিগারেট হাতিয়ে নিয়ে পালাবার সময় হাতেনাতে ধরা পড়ে। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবকদ্বয় চুরির দায় স্বীকার করলে উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশে সোপর্দ করা হয়েছে। ফাঁড়ি পুলিশ দুচোরকে দুপুরে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেছেন।