ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মধুপুরের ছোট গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মধুপুরের ছোটকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গা আনন্দধাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানা গেছে, যাবজ্জীবন কারাদ-ভোগী এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী আলমডাঙ্গার মধুপুরের ছোটকে (৫৫) ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পুলিশ গ্রেফতার করেছে। হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১৯৯৩ সালে গ্রেফতার হলে তার ২৫ বছর কারাদন্ডাদেশ হয়। ১৬ বছর কারাভোগের পর ২০১১ সালে তিনি জেলমুক্ত হয়ে বাড়ি ফেরেন। এক সময়ের ত্রাস ছোট পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ১৯৯৩ সালে বেলগাছি গ্রামের মোহাম্মদ হত্যা মামলায় তার ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়। তৎকালীন পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করলে সে মামলায় ১৭ বছর কারাদ-াদেশ দেয়া হয়। তাছাড়া বেগুয়ারখাল গ্রামের শুকুর ডাক্তারের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় তাকে আদালত ১ বছরের সশ্রম কারাদ-াদেশ প্রদান করেন। পরে বিভিন্ন কারণে কয়েক দফায় কয়েক বছর সাজা মাফের সুযোগ পান তিনি। ১৬ বছর কারাদ- ভোগ শেষে ২০১১ সালের দিকে তিনি জেলমুক্ত হয়ে বাড়ি ফেরেন। জেলে অবস্থানকালে তিনি ছিলেন আলোচিত মেড। গতকাল আলমডাঙ্গা থানার এসআই একরামুল হোসাঈন শহরের আনন্দধাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
ছবি: ছোট।