জীবননগরের হাসাদাহ ও বাঁকা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সৌজন্য সাক্ষাত করলেন এমপি টগরের সাথে
দর্শনা অফিস: জীবননগরের হাসাদাহ ও বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৯ মার্চ। এ নির্বাচনে বাঁকা ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী আ. কাদের প্রধান ও হাসাদাহ ইউনিয়নে রবিউল ইসলাম বিশ্বাস নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রাত সাড়ে ৮টার দিকে নির্বাচিত দু চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সাথে। দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যান আ. কাদের প্রধান ও রবিউল ইসলাম বিশ্বাসের গলায় ফুলেল মালা পরিয়ে অভিনন্দন জানান এমপি আলী আজগার টগর। সংক্ষিপ্ত আলোচনাকালে এমপি টগর নির্বাচিত চেয়ারম্যানদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শের পাশাপাশি বলেন, দেশ ও জনগণের সরকার আ.লীগ সরকার। তাই জনগণ যাতে কোনোভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সচেষ্ট থেকে শেখ হাসিনা সরকারের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। সেই সাথে দলীয় ভীতকে আরও মজবুত রাখতে বেশি বেশি উন্নয়নমূলক কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তূজা, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, মনোহারপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, মুনতাজ আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, অপু সরকার প্রমুখ। পরে নির্বাচিত চেয়ারম্যানসহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।