স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়েরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতপরশু বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে শহীদ মিনারের নিকট চাপাতি দিয়ে আঘাত করা হয়।
এইচএসসি পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু। পরীক্ষার কয়েকদিন আগে পরীক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়েরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করায় তার পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গতকালও তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরিকল্পনা করছেন তার অভিভাবকেরা। আব্দুল্লাহ আল জুবায়ের নাফিউর চুয়াডাঙ্গা গুলশানপাড়ার গোলাম আজম পিনার ছেলে। গতকাল দৈনিক মাথাভাঙ্গায় এ সংক্রান্ত প্রতিবেদনে ভুলবশত ২ এপ্রিলের বদলে ২৯ মার্চ পরীক্ষা শুরুর কথা উল্লেখ করা হয়। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রতিবেদক দুঃখ প্রকাশ করে পাঠককূলের মার্জনা কামনা করেছেন।