চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন ও উন্নয়নের রূপরেখা সবই আমার হাতে তৈরি

চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির আমানত বিতরণ ও আলোচনাসভায় সাবেক মেয়র টোটন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির আমানত বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, জাগো সঞ্চয় সমিতির মাধ্যমে রেলবাজার ব্যবসায়ীগণ আরও এগিয়ে যাক। আমি আশাবাদী মানুষ, আমি সবসময় চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নের কথা ভাবি। তিনি আরও বলেন, আমি আমার মেয়াদকালে চুয়াডাঙ্গা পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন করেছি। আমি আমার সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর বেতন, বিদ্যুত বিল কোনো কিছুই বকেয়া রাখিনি। কিন্তু আজ কেউ নিয়মিত বেতন পান না, মশা নিধনে গড়িমসি, ২০ লাখ টাকার ওপরে বিদ্যুত বিল বকেয়াসহ নানা অব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন এখন মুখ থুবড়ে পড়েছে। এখন পৌরবাসী যে উন্নয়নমূলক কাজ দেখছে তা সবই আমার সময়কার উন্নয়ন ও উন্নয়নের বাতলে দেয়া রূপরেখা। চুয়াডাঙ্গা পৌরবাসী এখন তাদের পৌরপিতা নির্বাচনে যে দূরদর্শিতার পরিচয় দেননি তা তারা মর্মে অনুভব করছে।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা শেখ মাস্তার, ব্যবসায়ী নেতা গিয়াস উদ্দিন বাচ্চু, হাবলু মিয়া, কাবলু জোয়ার্দ্দার, ফারুক হাসান মল্লিক, মনিরুজ্জামান মুকুল ও আশাবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগো সঞ্চয় সমিতির সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির। সমিতির সাধারণ সম্পাদক বিপুল শরীফের পরিচালনায় সমিতির সদস্যদের মধ্যে ২৩ লাখ টাকার আমানত প্রধান অতিথির হাত দিয়ে বিতরণ করা হয়।