মেহেরপুর অফিস: বাংলাদেশ তাঁতিলীগের ১৫তম প্রতিষ্ঠা উপলক্ষে মেহেরপুরে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের কলেজ মোড়ে জেলা তাঁতিলীগের সভাপতি নূর ইসলাম সুবাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবাল। সদর উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চলনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, শহর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা তাঁতিলীগের যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল রানা, সেলিম, প্রচার সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা তাঁতিলীগের সভাপতি সোহেল আহামেদ, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিউর রহমান বকুল, জেলা তাঁতিলীগের সাংগাঠনিক সম্পাদক রায়হান প্রমুখ। পরে বাংলাদেশ তাঁতিলীগের ১৫তম প্রতিষ্ঠা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়।