জীবননগর ব্যুরো: জীবননগরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশচন্দ্র পাল, উপজেলা খাদ্য অফিসার আব্দুল খালেক। অ্যাডভোকেসিসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন। এবার সেবা সপ্তাহে রয়েছে পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা ও কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ শামসুল আলম জানান, আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশেষ সেবা সপ্তাহ পালন করা হবে।