পশ্চিমের জেলাগুলোতে ৪৪ হাজার হেক্টর অতিরিক্ত জমিতে বোরো চাষ

স্টাফ রিপোর্টার: চলতি মরসুমে পশ্চিমের ৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪ হাজার ৩শ’ হেক্টর অতিরিক্ত জমিতে বোরো চাষ হয়েছে। ধানের দাম বেশি থাকায় চাষিরা বোরো চাষে বেশি ঝুঁকেছে। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। জেলাগুলো হচ্ছে- যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, আগে ধানের দাম কম থাকায় চাষিরা  ধান চাষ কমিয়ে দিয়ে অন্য ফসল চাষে ঝুঁকেছিলো। গত দু’বছর ধরে ধানের দাম চড়ে যাওয়ায় চাষি ধান চাষ বাড়িয়ে দিয়েছে। এ ছাড়াও এবার বৈরী আবহাওয়ার কারণে মসুরসহ কয়েকটি রবিশস্য চাষ ব্যাহত হয়। সেসব জমিতে চাষিরা বোরো চাষ করেছে। ওই সূত্রে জানা যায়, যশোর জেলায় এক লাখ ৬৪ হাজার ৭৯০ হেক্টরে, ঝিনাইদহ জেলায় ৯৩ হাজার ৯৫০ হেক্টরে, মাগুরা জেলায় ৩৮ হাজার এক’শ হেক্টরে, কুষ্টিয়া জেলায় ৩৫ হাজার ৮৬৫ হেক্টরে, চুয়াডাঙ্গা জেলায় ৩৮ হাজার ৯৩ হেক্টরে ও মেহেরপুর জেলায় ২৩ হাজার ২৫০ হেক্টরে বোরো চাষ হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের কয়েকজন চাষি জানান, বাজারে বর্তমানে মোটা ধানের দাম এক হাজার ৫০ টাকা। এতে চাষিরা ধানচাষে অধিক মাত্রায় ঝুঁকেছে। বর্তমানে ধানের অবস্থা ভালো। বাজারে সারের অভাব নেই। ভয় শুধু শিলা বৃষ্টি ও ঝড়ের। মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের চাষি জিয়াউর রহমান জানান, তিনি এবার ২ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ধানের অবস্থা ভালো। পোকা মাকড়ের আক্রমণ এখন পর্যন্ত নেই।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক চণ্ডি দাস কুণ্ডু বলেন, ধানের দাম চড়ে যাওয়ায় ধান চাষে চাষির লাভ হচ্ছে। যে কারণে ধান চাষ বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করা যাচ্ছে।