স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি জকির হোসেন মিলনের আত্মার মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সদস্য মাসুদুল হক মাসুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এসএম শাহাজান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, আইনজীবী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, শাহাজান খান, জেলা বিএনপি নেতা আব্দুল হামিদ মন্টু, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা মাসুদুল হক মাসুদ, তরুণ দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুবদল সদস্য আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন, মালেক প্রমুখ।