তুহিন রেজা প্যানেল বিপুল ভোটে জয়ী
দামুড়হুদা/কুড়ুলগাছি প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি প্যানেলের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান সভাপতি ওসমান গনি প্যানেলকে হারিয়ে মোহনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক তুহিন রেজার ফুল প্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। মোট ৬৯১ জন ভোটারের মধ্যে ৪৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচনে ৪টি পদের বিপরীতে মোট ৬জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আম প্রতীকে বজলুর রহমান মাস্টার ৩৭৬ ভোট, আনারস প্রতীকে আব্দুস সামাদ ৩৭০ ভোট, বই প্রতীকে রেজাউল করিম ৩৬৯ ভোট এবং দেওয়ালঘড়ি প্রতীকে শাহাদুর রহমান ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত অপর দু’প্রার্থীর মধ্যে মোহাম্মদ আলী ছাতা প্রতীকে ১১৩ ভোট এবং মাছ প্রতীকে মোজাফ্ফর হোসেন পেয়েছেন ১০৫ ভোট। এছাড়া সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে আনোয়ারা খাতুন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। এ দিকে সাংবাদিক তুহিন রেজার প্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক হাশেম রেজা, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করীম ইনু, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন। এ দিকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সদস্যবৃন্দ।