দর্শনা বিজিবির মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্ত মাদককারবারি বিশারতকে আটক করেছে। বিশারতের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত বুধবার রাত ১১টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর বটতলা নামকস্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় ওই মহল্লারই আকাল উদ্দিনের ছেলে বিশারতকে আটক করা হয়। বিশারতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে বিশারতের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।