স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার টেংরামারী গ্রামের স্কুলছাত্রী শিলা খাতুনকে অপহরণের ৭ দিনের মাথায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গার পিটিআইমোড় থেকে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে। তবে এ মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। টেংরামারীর সাইফুল ইসলামের মেয়ে দশম শ্রেণির ছাত্রী সেলিনা খাতুন ওরফে শিলা খাতুনকে গত ৭ মার্চ প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করা হয় শিলাকে। হামিদের ছেলে হাসানসহ ৭ জন তাকে অপহরণ করে নিয়ে যায় বলে শিলার পিতা সাইফুল ইসলামের অভিযোগ।
জানা গেছে, মোমিনপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিলা খাতুন পার্শ্ববর্তী নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। গ্রামের লোকজন এটাকে প্রেমের পালিয়ে যাওয়া বললেও শিলাকে অপহরণ করা হয়েছে মর্মে সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আসামি করা হয় সাতজনকে। এরই মধ্যে সদর থানার ওসি (তদন্ত) আবদুল খালেক গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিটিআইমোড় হতে উদ্ধার করেন শিলা খাতুনকে। আসামিদেরকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে বলেন জানান আবদুল খালেক। এদিকে অপহৃত শিলা খাতুনের ডাক্তারি পরীক্ষাও গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।