স্টাফ রিপোর্টার: জাতীয় দলে অভিষেকের পর প্রত্যাশা অনুসারে খেলতে পারেননি। যে কারণে আন্তর্জাতিক ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বাদ পড়ে যান আবু হায়দার রনি। ২ বছর পর বুধবার ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফিরেছেন আবু হায়দার রনি। গতকাল বুধবার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই খেলায় অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামা টাইগার শিবিরে গতকাল বুধবার একটি পরিবর্তন এনেছেন টিম ম্যানেজমেন্ট।
অফফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন পেস বোলার তাসকিন আহমেদ। তার পরিবর্তে খেলানো হচ্ছে বাঁহাতি পেস বোলার আবু হায়দার রনিকে।