বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তত্ত্বাবধানে সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় আগামী ২০ মার্চ তৃণমূল পর্যায় থেকে ১৭টি ক্রীড়ার ওপর প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম শুরু হবে। বাছাইয়ে অংশগ্রহণ ইচ্ছুক সকল প্রতিযোগীকে অনলাইনে ফরম পূরণ করে পূরণকৃত ফরমের অনলাইন কপিসহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন ও পিএসসির সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে। একই সাথে প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। অনলাইনে ফরম পূরণের জন্যwww.bksp.gov.bd-তে লগ ইন করে সেখানে প্রকৃত নাম ঠিকানা, জন্ম তারিখ ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। যে সকল ক্রীড়ায় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেগুলো হলো: ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, আরচারি, বক্সিং, উশো, সাঁতার, ব্যাডমিন্টন, তাইকোয়ান্দ, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, জুডো, শুটিং, কারাতে, ভলিবল ও জিমন্যাসটিক্স। বাছাইকৃত সকল প্রতিযোগীদের প্রাথমিকভাবে ১ মাসের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কার্যালয় ও ক্রিকেট উপ-কমিটির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি