হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইব্রাহিম খলিলের বিদায় ও নবাগত শাখা ব্যবস্থাপক সুজাউদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক হাটবোয়ালিয়া শাখায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সার আহমেদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু, প্রিন্সিপাল অফিসার ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনিরুজ্জামান, প্রিন্সিপাল অফিসার ও বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সামসুজ্জামান, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ বি-২০২ চুয়াডাঙ্গা- কমিটির সভাপতি ফজলুল হক, সম্পাদক হাবিবুর রহমান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ^াস। সোনালী ব্যাংকের অফিসার শহিদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি রফিকুল হুদা, লিয়াকত হোসেন, নাসির উদ্দীন, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম মিয়া, শ্রীদাম পাল, ইকলাছুর রহমান, মনোরঞ্জন, আজম আলী, নান্টু, আব্দুস সালাম, জমির উদ্দীন, জাহিদুল রহমান টিটু, সিদ্দিকুর রহমান, অর্নব ফারুক, সালাউদ্দীন, বিল্লাল। ব্যাংক স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক, আবু উবাইদা, জাহিদুল আলম, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার।