মহেশপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভেন্যুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা ব্যারিকেড

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে সরকারি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভেন্যুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা ব্যারিকেড, কিছু সময় কালীগঞ্জ-জীবননগর রুটে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি’র কেন্দ্র ভেন্যুর দাবিতে কালীগঞ্জ-জীবননগর হাইওয়ে রোডে বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজের শিক্ষার্থীরা ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করে। এ সময় কিছুক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরীর হস্তক্ষেপে ব্যারিকেড সরিয়ে দেয়া হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়। মহেশপুর থানার ওসি জানান, তারা যাওয়ার পর ছাত্ররা ব্যারিকেড সরিয়ে নিয়েছে। উল্লেখ্য, এ বছর বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজে এইচএসসি’র কেন্দ্র করা হয়েছে। কলেজের প্রস্তাব ছিলো খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়কে ভেন্যু করা। কিন্তু খালিশপুরে ভেন্যু না করে মহেশপুর কলেজে ভেন্যু করায় শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেছে।