পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামের শিশু রবিন মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ৩ বছরের শিশুপুত্র রবিন। গতকাল মঙ্গলবার সে রাস্তা পার হচ্ছিলো। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রবিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রবিন সাংবাদিক সুজন মাহামুদের চাচাতো ভাই।