ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ২শ’ বিঘা জমির পানের বরজ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউপির পদ্মা নদী তীরবর্তী গোসাইপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, অগ্নিকাণ্ডে  প্রায় ২শ’ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এতে বিভিন্ন কৃষকের প্রায় আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।