আলমডাঙ্গা ব্যুরো: নাশকতা মামলায় আলমডাঙ্গার ঘোলদাড়ি ও আইলহাসের ২ বিএনপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের মৃত তাসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৫০) ও আইলহাস গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মানিক মল্লিককে (৪৭) গত ১০ মার্চ দিনগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে। গত বছরের ১০ জুনের একটি নাশকতা মামলায় তাদেরকে আটক করেছে।
এছাড়া একই মামলায় গত ৮ মার্চ রাতে উপজেলা বিএনপির (দুদু গ্রুপ) সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মাগরিবুর রহমানকে গ্রেফতার করে। গত ৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপি’র (অহিদুল বিশ্বাস গ্রুপ) সভাপতি আলহাজ মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে মজিবর রহমান ও আনিছুর রহমান জামিনে মুক্ত হলেও জেলে অবস্থান করছেন আজিজুর রহমান পিন্টু। একই মামলায় ইতঃপূর্বে জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন রেজা মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।