আলমডাঙ্গা ব্যুরো: এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠা-ু, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস।
সে সময় প্রধান অতিথি ওসি আবু জিহাদ খান বলেন, আলমডাঙ্গা উপজেলা থেকে মাদকের মূলোৎপাটন করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকাসক্তিসহ সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপ পুলিশ কঠোর হাতে দমন করতে চায়। এ ক্ষেত্রে পুলিশের আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে পুলিশ মাদকাসক্তি নির্মূলের মতো সমাজের দেহ থেকে সন্ত্রাসী কার্যক্রম ও অন্যায় অত্যাচার সহজেই দূর করতে সক্ষম হবে পুলিশ। ইতোমধ্যেই মাদকাসক্তি নির্মূলের মতো কঠিন চ্যালেঞ্জে জয়ী হয়ে পুলিশ তার প্রমাণ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রউফ শিলু, ইউপি সদস্য খায়রুল ইসলাম হররোজ, হিরোক, সিদ্দিক আলী, মুনসুর আলী, যুবলীগ নেতা মঈনুদ্দীন, আব্দুস সালাম, মিন্টু, মিনু, শুকুর ফকির, দাউদ আলী, এএসআই রওশন আলী, এএসআই আসাদ প্রমুখ।