স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ আহত হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার রহিম বখশের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এসময় সদর হাসপাতালে তার শয্যাপাশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, গতকাল সন্ধ্যায় মামুন মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ায় যাচ্ছিলো। পথিমধ্যে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের সড়ক ও জনপথের অদূরে একটি পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে আছড়ে পড়ে রক্তাক্ত আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।