দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২জন মাদককারবারীকে গ্রেফতার করেছে। দুজনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালী ব্রিজ নামকস্থানে। ব্রিজের সামনে থেকে পুলিশ গ্রেফতার করেছে। দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে সুন্নত আলী। পুলিশ বলেন, গ্রেফতারকৃত সুন্নত আলীর কাছ থেকে উদ্ধার ৫শ’ গ্রাম গাঁজা করা হয়। এ সময় পালিয়ে যায় একই গ্রামের ই¯্রাফিল মাস্টারের ছেলে মুকুল হোসেন। এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদী হয়ে গতকালই সুন্নত ও মুকুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ দিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের একই দল মাদকবিরোধী অভিযান চালান, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের সামনে। এ সময় দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার আ. আজিজের ছেলে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেন, গ্রেফতারকৃত নিজাম উদ্দিনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই এএসআই মনির হোসেন বাদী হয়ে নিজামের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।