মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বাউল স¤্রাট দরবেশ বিশু শাহ বাউল মেলার সমাপ্তি হয়েছে। গতকাল সোমবার রাতে এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এ বাউল মেলার সমাপ্তি হয়েছে। গত রোববার জমকালো বাউল অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশু শাহ বাউল মেলার উদ্বোধন হয়। গতকাল সোমবার ছিলো অনুষ্ঠানের সমাপ্তি দিন। মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী অঞ্জলী ঘোষ, মৌসুমী, স্বপন বৈরাগীসহ কোলকাতা থেকে আগত ভাস্কর, কৌতুক পরিবেশন করেন পার্থ প্রমুখ।