কার্পাসডাঙ্গায় দিনে দুপুরে যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ : ছিনতাই না অন্যকিছু

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ডাচবাংলা ব্যাংক থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে নিয়ে বাড়ি ফেরার পথে এক যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগকারী জানায়। কিন্তু এটা ছিনতাই না-কি অন্য কিছু এ নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। অভিযোগসূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের চুল ব্যবসায়ী আলী আহম্মেদের ছেলে সাগির ওরফে শাকিল (১৬) কার্পাসডাঙ্গা বাজারের ডাচবাংলা ব্যাংক থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা দেয়। কার্পাসডাঙ্গা খ্রিষ্টানপাড়ার পাকা রাস্তার মোড়ে পৌঁছুলে অপরদিক থেকে দুটি মোটরসাইকেলে আসা ৩ যুবক শাকিলের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা শাকিলের মাথায় পিস্তল ঠেকিয়ে কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে শাকিল জানায়, প্রথমে আমার মোবাইলটি কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। তারপর আমার গালে চড় থাপ্পড় মেরে টাকাগুলো কেড়ে নেয়। টাকা ছিনতাইয়ের পরে বিষয়টি আমার আব্বাকে জানায়। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান জানান, শাকিল ও শাকিলের মা ফাঁড়িতে এসেছিলো টাকা ছিনতাইয়ের বিষয়টি জানাতে কিন্তু তারা কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। এদিকে টাকা ছিনতাইয়ের বিষয়টি নিয়ে এলাকায় চলছে জোর গুঞ্জন। দিন-দুপুরে টাকাগুলো কি সত্যিই ছিনতাই হলো না-কি ছিনতাইয়ের নাটক?