আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা নান্দবার গ্রামে খালাতো শ্যালিকাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অপচেষ্টার গুঞ্জন উঠেছে। আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের বসতিপাড়ায় গত রোববার খলিল উদ্দীনের ছেলে আলীমের বাড়িতে বেড়াতে আসে তার খালাতো শ্যালিকা। আলিম তার শ্যালিকাকে নিয়ে মোটরসাইকেলযোগে আসমানখালী বাজারে এসে মিষ্টি ও থ্রি-পিস কেনেন। এরপর বাড়ি ফেরার পথে ভারুডাঙ্গার মাঠে ভুট্টাক্ষেত দেখানোর নাম করে ভুট্টাক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণের অপচেষ্টা করেন। এ সময় শ্যালিকার চিৎকারে একই গ্রামের আউত উদ্দীনের ছেলে কৃষক খাইরুল ও কৃষক ইয়ারুল, ইকরামুল সেখানে ছুটে যান। এ সময় শ্যালিকাকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায় আলীম। এ সময় ধর্ষণ অপচেষ্টার শিকার শ্যালিকা আলিমের বিরুদ্ধে অভিযোগ করে। গ্রামবাসী জানায়, এর আগেও আলিম এ ধরনের ঘটনা ঘটিয়েছে।