আসমানখালী প্রতিনিধি: স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমডাঙ্গা উপজেলার গাংনী গ্রামের ইউসুফ আলীকে পিটুনী শেষে পুলিশে দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ আলীর শাস্তির দাবিতে ফুঁসে গ্রামবাসী।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ক্লাবপাড়ার মৃত সোনালীর ছেলে ইউসুফ আলীর বিরুদ্ধে ধর্ষেণের অপচেষ্টার অভিযোগ তুলেছে একই গ্রামের ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী (১০)।
স্কুলছাত্রী জানায়, স্কুল থেকে টিফিনে বাড়ি ফিরছিলাম। বাড়ির অদূরে একটি বরজে কাজ করছিলেন একই পাড়ার ইউসুফ আলী। তিনি কথা আছে বলে বরজের মধ্যে ডেকে নেয়। শুরু করে অশ্লীন কথাবার্তা। একপর্যায়ে পরনের কাপড় খোলার চেষ্টা করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে বাড়ি থেকে তার পিতা ছুটে এসে দেখে ইউসুফ আলী তার মেয়েকে নগ্ন করার চেষ্টা করছে। এ সময় ইউসুফ আলীর ধরে বরজের একটি খঁটিতে বেঁধে পিটুনী শুরু করে। পরে বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া হয়। পুলিশ ইউসুফ আলীকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়েছে। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।