চুয়াডাঙ্গা পীরগঞ্জ ঠাকুরপুর মসজিদে আলমারীর তালা অক্ষত অবস্থায় টাকা চুরি

স্টাফ রিপোর্টার:  চুয়াডাঙ্গা পীরগঞ্জ ঠাকুরপুর ঐতিহ্যবাহী মসজিদ থেকে টাকা চুরি হয়েছে। গতপরশু শনিবার দিনগত রাতে যেকোনো সময় চোরেরা চুরি করে নিয়ে যায়। মাঝে মাঝেই মসজিদ থেকে টাকা চুরি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের ঠাকুরপুর গ্রামে রয়েছে পীরগঞ্জ ঠাকুরপুর ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি অনেক পুরাতন। এই মসজিদ নিয়ে রয়েছে ঐতিহাসিক ইতিহাস। এছাড়াও এখানে অন্য মসিজদের তুলনায় বিভিন্ন ধরনের দান-সাদকা বেশি করে থাকে মানুষ। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার দান-সাদকার পরিমাণটা বেশি করে থাকে। দান-সাদকার টাকা মসজিদের আলমারীতে মুয়াজ্জিনের ড্রয়ারে রাখা ছিলো। গতপরশু শনিবার দিনগত রাতে যেকোনো সময় চোরেরা মসজিদে ঢুকে আলমারী রক্ষিত মুয়াজ্জিনের ড্রয়ারে রাখা টাকা চুরি করে। তবে অবাক করার বিষয় এই যে আলমারীর তালা অক্ষত রয়েছে। এ দিকে দানবাক্স থেকে টাকা চুরি হয়েছে। আলমারীর তালা অক্ষত অবস্থায় চুরি হওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। এ দিকে দফায় দফায় মসজিদ থেকে টাকা চুরি হওয়ার পরও মসজিদ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি চুরির ঘটনা স্বীকার করে জানান ৮-৯ হাজার টাকা চুরি হয়েছে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে কি না প্রশ্ন করলে তিনি বলেন, না জানানো হয়নি।