মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মো. জয়নাল আবেদীন নৌকার পক্ষে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে জনসংযোগ করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের তার সময়ে উন্নয়ন কর্মকান্ডের ভিডিও চিত্র তুলে ধরেন। এসময় নৌকার পক্ষে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান করা হয়। মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আ.লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মেহেরপুর শহর ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আনারুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শওকত হোসেন, ৩নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক শরিফুল ইসলাম, ৯নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক আলামীন হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ মিসকিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শান্তি রাজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিবুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।