প্রতিনিধিসভায় ৩ চেয়ারম্যান প্রার্থী সমর্থন করলেন আ.লীগের মনোনীত প্রার্থী কাদেরকে
জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। একাধিক প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান। সেই সাথে মাঠে ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাখাওয়াত হোসেন ফরজ, আব্দুর রহমান ও হাসেম আলী মাস্টার। দলের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না রাখতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উদ্যোগ গ্রহণ করেন। নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে পৌছান সমাধানে। জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রতিনিধিসভা। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি আদর্শিক রাজনৈতিক দল। এ দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শকে আকড়ে ধরে দলীয় স্বার্থ রক্ষায় নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। বাকা ইউনিয়নের উন্নয়নের কথা ভেবে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করা সকলের দায়িত্ব বলে আমি মনে করি। আমাদের সকলকে একটি কথা মনে রাখতে হবে বিএনপি-জামায়াত জোট বিভিন্নভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা আওয়ামী লীগ, মহাজোট তথা মুক্তিযুদ্ধের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো ইনশাল্ল¬াহ। বাকা ইউনিয়নের উন্নয়নে আব্দুল কাদের প্রধানের পাশে থেকে কাধে কাধ মিলিয়ে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে আজ এবং এখন থেকেই সবাই নিজেকে কাদের প্রধান মনে করে নিরলসভাবে কাজ করতে হবে। আজ কাদের প্রধানের পক্ষে বিজয় নিশ্চিত ও প্রচার-প্রচারণা আরও বেগবান হলো। বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রের নীল নকশার জাল ছিন্ন হলো আজ। অবসান ঘটলো নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝির। একটি কথা আমাদের মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা কখনও বসে থাকে না। একটু সুযোগ পেলেই সৃষ্টি করে বিভ্রান্তির। আমরা এসবের পরোয়া করি না, কারণ গণমানুষ আমাদের সাথে আছে। আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করবো দৃঢ়তার সাথে। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তূজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জীবনননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, মনোহারপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সিমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন ফরজ, আব্দুল রহমান, হাসেম আলী মাস্টার, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মজিবর রহমান, কবির, ছাত্রলীগ নেতা অনিক, বিপ্লব, অপু সরকার প্রমুখ। সভায় আওয়ামী লীগের মনোনীত বাকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের প্রধানকে সমর্থন করে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আব্দুর রহমান, হাসেম আলী মাস্টার ও ফরজ মল্লিক।