স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা জেলা শহরসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে ডিস ক্যাবল ব্যবসা শুরু হয়েছে। সরকারের নিয়ম ভঙ্গ করে রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছে এ ব্যবসা। এতে দিন দিন অবৈধ ব্যবসায়ীদের কারণে নাজেহাল হতে হচ্ছে বৈধ ব্যবসায়ীদের। ঘটছে হাতাহাতি ও মারামারির ঘটনা। বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার দাবিতে আন্দোলনে মাঠে নেমেছে বৈধ ডিস ক্যাবল ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের আয়োজনে টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধব কর্মসূচি পালন করেছে ডিস ক্যাবল ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩শ’ ডিস ক্যাবল ব্যবসায়ীর স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলের অবৈধ ডিস ব্যবসা বন্ধ, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি সংবলিত স্মারকলিপি বেলা ১১টায় ডিস ক্যাবল ব্যবসায়ী নেতৃবৃন্দ তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদের হাতে। দুপুর ১২ টার দিকে মোহাম্মদি শপিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন, জেলা ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা পরিষদের জামাল উদ্দিন, মাহমুদ কবির স্বপন, এমদাদুল হক, ফারুক আহমেদ জোয়ার্দ্দার, মফিজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মিনারুল ইসলাম মিনা ও রেজাউল ইসলাম। আহ্বায়ক ছাইদুর রহমান রওশনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, যুগ্ম-আহ্বায়ক গাজি মেহেদী হাসান বাবু, আক্তারুজ্জামান, আসাদুর রহমান বাদশা, জাহিদুল মজিদ লাভলু, সদস্য শেখ সেলিম, জাহিদুল হক জাহিদুল, আলী আহমেদ হাসানুজ্জামান মানিক, মিজানুর রহমান, আমিরুল ইসলাম লিটন, আসাদুজ্জামান সবুজ, সোহেল উদ্দিন স্বপন, আসাদুজ্জামান টারজান প্রমুখ। এছাড়া অন্যান্য ডিস ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, নেফাউর রহমান মন্টু, মাহমুদুল হাসান রানা, জাহিদুল ইসলাম, হারুন রাজু, মিজানুর, খোকন, দোলন, আলমগীর, শাহবুদ্দিন বাবু, শাহবুল ইসলাম, নাজিম উদ্দিন, আমজাদ হোসেন প্রমুখ। এ সময় আলোচকরা বলেন, ভারতীয় ডিস টিভি, সান টিভি ও টাটা স্কাইয়ের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন চ্যানেল সম্প্রচার করা হচ্ছে। এতে একদিকে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব, তেমনিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বৈধ ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে অবিলম্বে অবৈধ ডিস ক্যাবল ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো।