টাউট

আহাদ আলী মোল্লা

পকেটভরা সোনা থাকে
পাচারকারীর কাছে,
নগদ নগদ কামাই করে
খুশিতে খুব নাচে।

রাঘব বোয়াল নাটের গুরু
কিভাবে তার ব্যবসা শুরু
জানে কেবল হোতা;
কোথা তিনি কোথা?

হোতার কিছু হয় না কারণ
ম্যানেজ করে চলেন,
যেখানে যা বলা উচিত
তিনি সেটাই বলেন।

চামচা খেলেন ধরা কেবল
আসল মালিক আউট,
ফাঁক বুঝে সে সটকেছে হে
টাউট বেটা টাউট।

সূত্র: (জীবননগরে সোনারবারসহ পাচারকারী রাকিব বিজিবির হাতে আটক)।