মেহেরপুর অফিস: পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিকল্পিত ড্রেন নিষ্কাশন ও বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষ ও নাগরিকবৃন্দের ভূমিকা প্রসঙ্গে মেহেরপুরে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির রাজনৈতিক ফেলো মিজানুর রহমান। বক্তব্য রাখেন, সংগঠনটির কো-অর্ডিনেটর আমিনা সুলতানা জয়া, জেলা পরিষদের সদস্য সামিউন বাশিরা পলি, আওয়ামী লীগ নেতা ও পরিবেশ কর্মী মিয়ারুল ইসলাম, পেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশ নেয়।