দামুড়হুদায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবসসহ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে ওই প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযাদ্ধা রহমতুল্লাহ, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মোহা. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, খলিলুর রহমান ভুট্টু, আজিজুল হক আজিজ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, আবুল হাশেম মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ জহিরুল ইসলাম।