মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় বদর উদ্দীন শেখ নামের একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪টায় মানিকনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত বদর উদ্দীন শেখ মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মৃত হযরত শেখের ছেলে। তার দু’পায়ের উপরে ইট বোঝাই ট্রলি চাপা পড়ায় তার দু’পা কেটে ফেলতে হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য রহিত ম-ল জানান, বদর উদ্দীন শেখ সাইকেলযোগে কেদারগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। মানিকনগর মাদারের বাড়ি নামকস্থানে পৌঁছুলে পেছন থেকে একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বদর উদ্দীন শেখকে ধাক্কা মারে। এতে তিনি মাটিতে ছিটকে পড়েন। ইট বোঝাই ট্রলি তার দু’পায়ের ওপরে পড়ে। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। এসময় ট্রলির ইট সারাতে গেলে হান্নান নামক এক ব্যক্তি ইটের নিচে পড়ে আহত হন। আহত বদর উদ্দীন শেখ ও আব্দুল হান্নানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পায়ের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বদরউদ্দিন শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শেষ মুহূর্তে তাকে ঢাকা রেফার করা হয়। হান্নান বর্তমানে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মুজিবনগর থানা পুলিশ ইট বোঝাই ট্রলিটি আটক করে থানায় নিয়েছে।