দামুড়হুদায় গরুর ময়নাতদন্ত সম্পন্ন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় এই প্রথমবারের মতো একটি মৃত গরুর ময়নাতদন্ত করা হয়েছে। দামুড়হুদা থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত একটি গরু ৩ বছর থানা হেফাজতে থাকার পর গত রোববার রাতে মারা গেছে। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেয়া হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান ওই মৃত গরুটির ময়নাতদন্ত সম্পন্ন করেন।
জানা গেছে, প্রায় ৩ বছর আগে কালো রঙের একটি বকন বাছুর গরু মোক্তারপুর সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই থেকে ওই বকন গরুটি দামুড়হুদা মডেল থানা চত্বরেই ছিলো। পরবর্তীতে গরুটি নিলামে বিক্রির জন্য আদালতে আবেদন করে পুলিশ। কিন্তু আদালতের অনুমতি না মেলায় গরুটি শেষমেশ থানা হেফাজতেই ছিলো। গরুটি দিন দিন বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠার পর রোববার রাতে আকস্মিক মারা যায়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, গরুটি প্রায় ৩ বছর আগে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘদিন গরুটি থানায় রাখা হয়। কেউ গরুটির মালিকানা দাবি না করায় আদালতে নিলাম করার জন্য আবেদন করা হয়। মৃত্যুর কারণ জানতেই ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।