কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের হাসান একই গ্রামের স্কুলপড়ুয়া ফাতেমাকে নিয়ে লাপাত্তা হয়েছে। তাকে প্রেমের ছলনায় ফুঁসলিয়ে হাসান নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের এরশাদের ছেলে যুবক হাসান আলী দীর্ঘদিন ধরে একই গ্রামের স্কুলপড়ুয়া নাবালিকা ফাতেমাকে উত্ত্যক্ত করে আসছিলো। গত শুক্রবার রাতে ফাতেমাকে ফুঁসলিয়ে নিয়ে যায় হাসান। এ ব্যাপারে ফাতেমার পরিবার উদ্বিগ্ন হয়ে হাসানের খোঁজ করছে। তবে এখনও থানায় অভিযোগ করা হয়নি বলে গ্রামসূত্রে জানা গেছে।