মেহেরপুর অফিস: মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সৌজন্য সাক্ষাত শেষে কম্বল বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী। এর আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। সৌজন্য সাক্ষাতকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরহাদ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধাদের পাশে সরকার যেমন রয়েছে এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের এ সরকার সহযোগিতা করছে আগামীতেও সেটা চলমান থাকবে।