জীবননগর ব্যুরো: জীবননগরে মোবাইল কোর্টে ৩ জুয়াড়িকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করে। মোবাইল কোর্টের বিচারক প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও সেলিম রেজা এ মোবাইলকোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজি সামসুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় বাঁকা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মহিদুল ইসলাম (৩৫), আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও হবি মালিথার ছেলে আশিককে (৩০) জুয়া খেলা অবস্থায় আটক করেন। এ সময় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের বিচারক ইউএনও সেলিম রেজা অপরাধের প্রমাণ পাওয়ায় তাদের প্রত্যেককে ১ হাজার করে ৩ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন।