ধাওয়ানের পর ভুবনেশ্বরের গতিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান ভুবনেশ্বর কুমার। এই দুজনের নৈপুণ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করেছে ভারত। জোহানেসবার্গে গতকাল রবিবার এই ম্যাচে ভারত জয়লাভ করে ২৮ রানে।

ভারত শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে। ৩৯ বল থেকে ১০টি চার ও দুটি ছক্কার মারে ৭২ রান করেন শিখর ধাওয়ান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে থেমেছে ১৭৫ রানে। রেজা হেন্ডরিক্স সর্বোচ্চ ৭৫ রান করেন। ভারতের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন।