স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার সরকারি খাদ্য গুদামের নিকট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১শ’ গ্রাম গাজা উদ্ধার করে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার আবুল কাশেমের ছেলে আয়তুল্লা খোমিনির কাছ থেকে রেলপাড়ার সেকেনদার আলির ছেলে তোহিদ হোসেন গাঁজা কিনছেন। এসময় অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাদেরকে আদালতে সোপার্দ করা হতে পারে।