ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, উপাধ্যক্ষ আমিনুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ রোববার শেষ হবে। ২ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ৫’শ ৩০ জন শিক্ষার্থী ৪৭টি ইভেন্টে অংশগ্রহণ করবে। আজ বিকেলে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।