কোটচাঁদপুর স্কুল দ্বিতীয় জয় পেলো

কোটচাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ইয়াং টাইগার্স প্রতিযোগিতা ‘বি’ গ্রুপের তৃতীয় রাউন্ডের খেলায় কোটচাঁদপুর পাইলট হাইস্কুল দ্বিতীয় জয়ের মুখ দেখলো। তারা লো-স্কোরিং ম্যাচে দুর্লভপুর হাইস্কুলকে ৬ উইকেটে হারিয়েছে। ৩টি খেলার মধ্যে কোটচাঁদপুর পাইলট স্কুল ১টি পরাজয় ও ২টি ম্যাচ জিতে খেলা শেষ করেছে। ওদিকে দুর্লভপুর হাইস্কুলের ৩ ম্যাচে হেরে প্রতিযোগিতা বিদায় নিয়েছে।
গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্লভপুর হাইস্কুলের দলনায়ক মুস্তাফিজুর রহমান মুদ্রা নিক্ষেপে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
সীমিত ৫০ ওভারের একদিনের খেলায় দুর্লভপুর হাইস্কুল ১৯.৪ ওভার খেলে ৫৬ রান তুলে ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে পিয়াস হোসেন ১২, আব্দুল্লাহ ১০, ইয়াসিন রাব্বি ৬, সজল মিয়া ৩ রান করেন। অতিরিক্ত হতে রান আসে ১৯। কোটচাঁদপুর পাইলট হাইস্কুলের বোলার সোহেল রানা ৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। অন্যান্য সতীর্থ বোলার মাহফুজ ৭ রানে ১টি, মিরাজুল ১২ রানে ১টি ও আরিফ ২০ রানে ১টি উইকেট পান।
এর ইনিংসের জবাবে কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ৯.৫ ওভার ব্যয় করে ৬০ রান তুলে জয়ের নোঙরে পৌঁছে যায়। বিনিময়ে ৪টি উইকেট হারাতে হয়েছে। দলের পক্ষে মাহফুজ ১৩, আরিফ অপরাজিত ৮, মিরাজুল অপরাজিত ৪ রান করেন। অতিরিক্ত হতে রান আসে ৩২। আম্পায়ার ছিলেন সাইদ লিবন, আইজাজুল হক রবিন, স্কোরার হাসান কবীর শামীম।