আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। গতকাল শনিবার সকালে আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আল ইকরা ক্যাডেট একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, মাদককে না বলতে বেশি বেশি খেলাধুলার প্রয়োজন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আমি আলমডাঙ্গার যেকোনো উন্নয়নমুখি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। পথভ্রষ্ট যুবসমাজকে তোমরা খেলাধুলার মাধ্যমে বিপথ থেকে সুপথে আনার চেষ্টা করছ। আমি তোমাদের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করলাম। ঢাকায় যখন বিপিএল বা অন্যান্য খেলা হয় আমি প্রায় খেলা উপভোগ করে থাকি। আলমডাঙ্গায় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিম-লকে ঢেলে সাজাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাণিসম্পাদক কর্মকর্তা ডা. আহম শামীমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম আজম, পরিচালনা পরিষদের সহসভাপতি মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল করিম। শিক্ষক আব্দুস সাহিদ শাহিদের পরিচালনায় সকল শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে আল ইকরা ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।